কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আব্দুর রহমানের দাফন সম্পন্ন করা হয়েছে। কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর,ঈদগাহ ময়দানে শনিবার ০২ সেপ্টেম্বর জোহরের নামাজের পর দুপুর দুইটায় মরহুমের জানাজার নামাজ শেষে কালিগঞ্জ উপজেলার মহৎপুর সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মরহুমের জানাজার নামাজের নামাজের ইমামতি করেন পীরে কামেল মাওলানা ওজিহুর রহমান এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জের কৃতি সন্তান তরুণ সমাজসেবক সাতক্ষীরা ০৪ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইটালি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক দ্য ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রোম ইতালি জননেতা রনি আহমেদ তিনি বলেন গাজী আব্দুর রহমান একজন খুবই ভালো ভদ্র হাস্যকর সাদা মনের মানুষ ছিলেন। তাহার অকাল মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না। গাজী আব্দুর রহমান উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের খুবই ভালো একজন সংগ্রামী সংগঠক ছিলেন। তার শূন্যস্থান কখনো পূরণ হবে না আমরা সকলে তাহার রুহের মাগফিরাত কামনা করছি এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক ছোট, জেলা পরিষদের সদস্য ফিরোজ কবির কাজল,আওয়ামী লীগ নেতার ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবু ,ছাত্রলীগের সভাপতি মামুন, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সাহিন, ডিএম সিরাজুল ইসলাম, শাহজালাল, সিরুজ্জামান শিরু, অ্যাডভোকেট আব্দুস সাত্তার , মইয়আরআজ হোসেন ইউপি সদস্য সরদার আবু মুসা, ইউপি সদস্য খায়রুল আলম, সমাজ সেবক ডাক্তার শফিকুল ইসলাম বাবু প্রমুখ সহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। শুক্রবার ০১ লা সেপ্টেম্বর মাগরিবের নামাজের আগে আনুমানিক সন্ধ্যা ০৬টার সময় ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে কালিগঞ্জ উপজেলা সদরে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম এলাকায় নিজস্ব বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে দাফন শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।