ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা কামালনগর ক্লাব। গতকাল বিকালে (১৫ সেপ্টেম্বর) বুধবার সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকেরর পক্ষে উপস্থিত হন ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেত্রিবৃন্দ ও সদস্যগণ।
তারা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে কামালনগর ক্লাব পক্ষে ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান এবং ইব্রাহিম ইসলাম, সাইফুল ইসলাম, জালাল উদ্দীন, মারুফ হোসেন, আবু সালাম, জাহাঙ্গীর হোসেন, মনিরুল ইসলাম, আব্দুস কুদ্দুস, জাহিদ হোসেন।
সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল কালাম, সাধারাণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসিরউদ্দিন, মনিরুজ্জামান তুহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম রনি ও সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ।