মো: নবিউল ইসলাম দুলু, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার ৮ নং শংকরপুর চকপাল গ্রামের শতাধিক হতদরিদ্র অবহেলিত নারীদের সেলাই প্রশিক্ষনের ব্যবস্থাসহ সেলাই মেশিন প্রদানে নজির সৃষ্টি করেছেন স্থানীয় সমাজসেবী এম নুর আলম সরকার নুর। তিনি স্থানীয় ভাবে ঘরে ঘরে গিয়ে গ্রামের দুস্থ্য ও গরীব নারীদের খুজে বের করে তাদের সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করেন। সফল প্রশিক্ষণ শেষে তাদের হাতে প্রথম বার তুলে দেওয়া হয় মোট ১০ টি সেলাই মেশিন । এই সেলাই প্রশিক্ষন চালিয়ে যাওয়ার পাশাপাশি গ্রামের প্রতিটি নারীর কাছে সেলাই মেশিন পৌছে দেওয়ার প্রত্যায় ব্যাক্ত করেন। এছাড়াও স্থানীয় ভাবে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ চালিয়ে আসছেন সমাজসেবী এম নুর আলম সরকার নুর স্থানীয়রা বলছেন নুর আলমের মতো অন্যান্য ধনার্ঢ্য ব্যাক্তিরা সমাজের অবহেলিত মানুসের জন্য এগিয়ে আসলে দেশ থেকে দারিদ্রতা দুর হতে সময়ের ব্যাপার মাত্র।