সাতক্ষীরা প্রতিনিধি : দৈনিক নয়া শতাব্দী’র সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রাহাত রাজা। গত ০১.০৯.২১ তারিখ থেকে নিয়োগ পেয়েছেন তিনি। ২০১৩ সালে ফ্রেন্ডস ভিডিওর মোস্তফা আলীর মাধ্যমে ফটো সাংবাদিকতায় পদচারণ শুরু করেন,বর্তমান সময়ের জনপ্রিয় ইউটিউবচ্যানেল কৃষি ও কৃষকের গল্পের উপস্থাপক রাহাত রাজা। এর পর ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত কয়েকটি টিভি চ্যানেলের ক্যামেরা পার্সন হিসেবে সুনামের সাথে কাজ করেন তিনি।
২০১৭ সালের ১৯ নভেম্বর কৃষি ও কৃষকের গল্প নামের ইউটিউব চ্যানেল তৈরি করে দেশের প্রান্তিক কৃষক ও খামারীদের সমস্যা ওসম্ভাবনার কথা তুলেধরার চেষ্টা করেন । এই কাজে সাতক্ষীরার সাংবাদিকরা অনেক উৎসাহিত করেছে তাকে। বস্তুনিষ্ঠ কৃষি প্রতিবেদন তুলেধরার কারনেই অল্প দিনেই দর্শক মনেযায়গা করে নিয়েছে কৃষি ও কৃষকের গল্প নামের ইউটিউব চ্যানেলটি। গেলো ৪ বছর যাবত খুলনা থেকে প্রকাশিত দৈনিক আজকের তথ্যের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করছেন রাহাত রাজা। ০১.০৯.২১ তারিখ থেকে জাতীয় দৈনিক নয়া শতাব্দী পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। ০৮.০৯.২১ তরিখে তার হাতে নিয়োগ পত্র পৌছেছে।
পেশাগত দায়িত্ব পালনে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।