প্রেস বিজ্ঞপ্তি : গত ০৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ আনুমানিক ৫ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রুপসা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রুপসা থানাধীন বাগমারা এলাকায় অভিযান পরিচালনা করে মডার্ন সী ফুড কোম্পানী থেকে ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি ও ৩৫০ কেজি ফ্রেশ চিংড়িসহ ০৬ জন ব্যবসায়ী কে আটক করা হয়। পরবর্তীতে এসিল্যান্ড (রুপসা), উপজেলা মৎস্য কর্মকর্তা ও এফআইকিউসি, খুলনা এর উপস্থিতিতে আটককৃত ০৬ জন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের জেল, জুব্দকৃত ৩০০ কেজি জেলি পুশকৃত চিংড়ি রুপসা নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং ৩৫০ কেজি ফ্রেশ চিংড়ি নিলামের মাধ্যমে টাকা ৯৫,০০০/০০ (টাকা পঁচানব্বই হাজার মাত্র) বিক্রয় করা হয়। কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।