1. mirzaromeohridoy@gmail.com : Kazi Sakib : Kazi Sakib
  2. hridoysmedia@gmail.com : news :
বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০১:১০ অপরাহ্ন

প্রেমিক ভিকির পর করোনা পজিটিভ ক্যাটরিনা!

  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : রীতিমতো ত্রাস হিসেবে হাজির হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। গত ৩ দিনে অক্ষয় কুমার, গোবিন্দর পর এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রজন্মের আলোচিত অভিনেতা ভিকি কৌশলও। এবার কোভিড থাবা ছুঁয়ে দিলো বলিউডের অন্যতম ক্যাটরিনা কাইফকেও।বি-টাউনে জোর গুঞ্জন আছে তাদের প্রেমের। তাই মনে করা হচ্ছে, ভিকির কাছ থেকেই সংক্রমিত হয়েছেন ক্যাট! নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন খোদ ক্যাটরিনাই। লেখেন, ‘এইমাত্র জানতে পারলাম আমি কোভিড পজিটিভ। মুহূর্তের মধ্যে নিজেকে আইসোলেটেড করে ফেলেছি।চিকিৎসকের পরামর্শ ও সব নিয়মবিধি মেনে আপাতত হোম কোয়ারেন্টিনে আছি।’ পাশাপাশি সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও টেস্ট করাসহ সাবধানে থাকতে বলেছেন ক্যাট। চেয়েছেন ভক্তদের কাছে ভালোবাসাও। আমির, আলিয়া থেকে শুরু করে ভূমি, গোবিন্দসহ বলিউডের একঝাঁক তারকা কোভিড-১৯ পজিটিভ। যার বড় ধাক্কাটা লেগেছিল বচ্চন পরিবারের সংক্রমণের মধ্য দিয়ে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ