পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। আসামী নিরোধ কুমার সরদার উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের অনীল কুমার সরদারের ছেলে। ওসি এজাজ শফী জানান, পাইকগাছা থানার জিআর ১০৭/৯৪ নং মামলায় বিজ্ঞ আদালত নিরোধকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে। সে দীর্ঘদিন পলাতক ছিল। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টার দিকে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে আসামী নিরোধকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।