পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা উপজেলা চিংড়ি চাষী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন লতা ইউনিয়নের ঘের মালিকরা। মঙ্গলবার সকালে সমিতির পৌর সদরস্থ কার্যালয়ে চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, সহ-সভাপতি দাউদ শরীফ, ইউপি সদস্য প্রদীপ মহলদার, ঘের মালিক পবিত্র মল্লিক, আহাল্লাদ মল্লিক, হায়দার আলী, সুকুমার মল্লিক, ইন্দ্রজিৎ মল্লিক, লিংকন রায়, বিচিত্র মল্লিক ও তুফান মল্লিক। সভায় সরকারি নীতিমালা অনুসরণ করে পরিবেশ এবং সরকারি সম্পদের ক্ষতি না করে চিংড়ি চাষ করার জন্য ঘের মালিকদের পরামর্শ দেন সমিতির নেতৃবৃন্দ। একই সাথে কোন প্রকার হয়রানী ছাড়াই সুষ্ঠুভাবে ঘের মালিকরা যাতে চিংড়ি চাষ করতে পারে এ জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।