সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি : নরসিংদী শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামের মৃত জয়নাল উদ্দিন ছেলে আরিফ মিয়া (২০) দীর্ঘ ছয় বছর যাবত এলাকায় ইয়াবা বিক্রির পাশাপাশি ছিনতাই, চুরি সহ সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ৯ মাস আগে পাশের বাড়ির আবুল কালামের ছেলে রবেল কে ইয়াবা ইয়াবা বিক্রির পাটনার করতে গেলে রবেল ও এলাকার কিছু ব্যক্তি গনপিটনি দিয়ে আহত করে হাসপাতালে দীর্ঘ চিকিৎসা নিয়ে বাড়িতে আসলে শালিসির মাধ্যমে ইয়াবা ব্যবসায়ী আরিফের চিকিৎসা বাবদ ৪০ হাজার টাকা দেয়। সুস্থ হয়ে পাশে মুরগীর ফার্ম ভাড়া নিয়ে রমরমা ইয়াবা বিক্রি শুর করে। সারা রাত মটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক এসে ইয়াবা নিয়ে যেত। তার ভয়ে কেউ কিছু বলতো না। পাশাপাশি ছিনতাই সহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। উপজেলার তেলিয়ার বাড়ৈ আলগী রাস্তা থেকে থেকে মুনসেফেচর এলাকার এক ছেলে এক মেয়ে দিনের বেলায় ধরে মোবাইল, সোনার চেইন ছিনতাই করে। পরে এলাকাবাসি ছিনতাইকারী আরিফ কে গনপিটনি দিয়ে উদ্ধার করে। ইয়াবা ব্যবসায়ী আরিফ নরসিংদী জেলা সহ দেশের বিভিন্ন জেলায় ইয়াবা বিক্রি, ছিনতাই করে আসছে। এলাকার আবুল কালাম আরফাদ জানায় এই আরিফ এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং ছিনতাইকারী। সে কিছু দিন আগে মটর সাইকেল দিয়ে দুই ইয়াবা বিক্রেতা নিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এলাকাবাসী জানায় মাদক ব্যবসায়ী ছিনতাইকারী আরিফ যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। ইয়াবার টাকার জন্য তার মাকে পিটিয়ে কয়েক বার বাড়ি থেকে বের ও করে দিয়েছে। তার বিরদ্ধে নরসিংদী নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রয়েছে মামলা নং ১১৩/ ২০২০ ইং এবং নরসিংদী গোয়েন্দা শাখা ডিবি কার্যালয়ে অভিযোগ রয়েছে ও ঢাকা বনানী থানায় মাদক মামলা রয়েছে। ইয়াবা ব্যবসায়ী ও সংঘবন্ধ ছিনতাইকারী আরিফ মিয়া এলাকা ছেড়ে পলাতক রয়েছে। এলাকাবাসী দৃষ্টি কামনা করছি আইনশৃঙ্খলা বাহিনীর।