ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জনপ্রিয় নিউজ পোর্টাল সময় বার্তার সম্পাদক ও প্রকাশক জি. এম মোশাররফ হোসেন ও নির্বাহী সম্পাদক মো. আশরাফুজ্জামান মুকুল। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা সদর হাসপাতালের টিকা কেন্দ্র থেকে টিকা নেন সময় বার্তার সম্পাদক ও নির্বাহী সম্পাদক। গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনার টিকাদান কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর হাসপাতালে টিকা প্রদান শুরু হয়।
টিকা গ্রহণের পর সময় বার্তার নির্বাহী সম্পাদক বলেন, ‘টিকা দেওয়ার সময় আমার কোন ধরনের ব্যথা অনুভূত হয়নি। আমি চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন টিকা গ্রহণ করে’।
সময় বার্তার সম্পাদক ও প্রকাশক বলেন, ‘কর্তব্যরত নার্সের সাথে কথা বলতে বলতে কখন টিকা দেওয়া হয়ে গেছে নিজেই বুঝতে পারলাম না। ভ্যাকসিন যখন আমাদের দেশে সহজলভ্য হবে, তারা যেন নিঃসন্দেহে এই ভ্যাকসিন নিয়ে নেন। এভাবে আমরা সবাই দেশকে করোনামুক্ত করার চেষ্টা করবো।”