পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় শেফালী খাতুন নামে এক গৃহবধু মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন আবুল বাশার নামে এক ব্যবসায়ী। ব্যবসায়ী বাশার পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত সুলতান গাজীর ছেলে। থানা মসজিদের সামনে মেসার্স আল-মুনছুর এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। বাশারের প্রতিষ্ঠানের সামনে এরশাদ নামে এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। এরশাদ পরিবার নিয়ে পৌরসভার ৮নং ওয়ার্ডের বাতিখালী গ্রামের সাবেক ইউপি সদস্য শেখ আব্দুস সোবহান এর বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে পরিবার নিয়ে বসবাস করে আসছে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ব্যবসায়ী বাশার অভিযোগ করেন, এরশাদের সাথে আমার মনোমালিন্য হয়। এরই জের ধরে তার স্ত্রী শেফালী খাতুন আমার নামে থানায় একটি মামলা করে। যার নং- ১৮, তাং- ১৯/০৯/২০২০ ইং। এ মামলায় উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন এবং পরবর্তীতে নি¤œ আদালত থেকে স্থায়ী জামিন নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। এদিকে এরশাদের স্ত্রী শেফালী আমার বিরুদ্ধে সম্প্রতি থানায় মিথ্যা জিডি করেছে। যার নং- ৩৯৫, তাং- ০৭/০২/২০২১ ইং। এ ছাড়াও বিভিন্ন সময়ে আমার কাছে টাকা দাবী করছে। এমনকি এরশাদ ও তার স্ত্রী দু’জনই আমাকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে থানা পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের এ ব্যাপারে আশু হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী আবুল বাশার।