পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আওতাধীন মৎস্যজীবী গ্রাম সমিতির গ্রাম পরিষদ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এসডিএফ পাইকগাছা ক্লাস্টারের এসসিএমএফপি কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় জেলে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষে, প্রকল্পের কার্যক্রম গতিশীল ও গ্রাম উন্নয়ন তহবিল প্রদান সংক্রান্ত উপজেলার ৪টি গ্রামে গত দু’দিনে পৃথক এ গ্রাম পরিষদ মিটিং অনুষ্ঠিত হয়। বুধবার পূর্ব ও পশ্চিম মাহমুদকাটী এবং মঙ্গলবার দেবদুয়ার ও হিতামপুর মৎস্যজীবী গ্রাম সমিতির অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, এসডিএফ এর খুলনা আঞ্চলিক অফিসের এএমটি টিম লিডার কাজল কান্ত দে, এএমটি সদস্য আইরিন পারভীন, আঞ্চলিক কর্মকর্তা (যুব) মতিউর রহমান, স্থানীয় ক্লাস্টার কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ আনসারী ও ক্লাস্টারের সকল ফ্যাসিলিটেটর বৃন্দ।