এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইউনিয়নের কুলাল পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনগত রাত ১১ টায় দিকে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ধারণা করেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়া জানান মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নে ৫নং ওয়ার্ডের আবদুল খালেক সওদাগর বাড়ীতে হঠাৎ আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে তার ছোট ভাই আব্দুল লতিফ, মোঃ জসিম উদদীন ও বোন কামরুন নাহারের পুরো ঘরে। এতে ৪ পরিবারের ঘরে রক্ষিত নগদ টাকাসহ স্বর্ণালংকার, মোবাইল, মূল্যবান জিনিষ ও কাগজপত্রসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার। আগুনের খবর পেয়ে সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলেও ততক্ষণে এলাকাবাসী পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।