শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ দ্বিতীয় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর সহায়তায় গ্ৰাম আদালতের অগ্রগতি বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইং(১ ফেব্রুয়ারি) সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের সচিবগণ এর অংশগ্রহণে কর্মশালায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার আ .ন.ম. আবুজর গিফারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি প্রতিনিধি জেলা ফ্যাসিলিটেটর রাজু জাবেদ। সভায় উপজেলা নির্বাহী অফিসার গ্রাম আদালতে মামলা গ্রহণ নিষ্পত্তি ও মাসিক রিপোর্টিং বিষয়ে আলোচনা করেন। সভায় জেলা ফ্যাসিলিটেটর বলেন যেহেতু গ্রামআদালত সহকারীদের আগামী ৩১শে জানুয়ারি ২০২০ ইং তারিখ হতে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে সেহেতু এখন থেকে প্রতি মাসে গ্রাম আদালতের মাসিক রিপোর্ট এবং মামলা গ্রহণ নিষ্পত্তির কার্যক্রম ইউনিয়ন পরিষদের সচিব বৃন্দ পরিচালনা করবেন। সভায় হাতে-কলমে বিস্তারিত মাসিক রিপোর্ট করার পদ্ধতি পর্যালোচনা করা হয়।