প্রবীর জয়, কপিলমুনি প্রতিনিধি : কপিলমুনিতে শহীদ শেখ ফজলুল হক মনি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে খুলনা-০৬, পাইকগাছা-কয়রা আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র মাতা ফাতেমা খানম স্মৃতি স্মরণে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলা নগরঘাটা ক্রিকেট একাদশ ও কপিলমুনি বিজয় দিবস ক্রিকেট একাদশ অংশগ্রহণ করেন। উভয়ের মধ্যকার খেলায় ২০ ওভারে সমতা আসলে সুপার অভারের মাধ্যমে কপিলমুনি বিজয় দিবস ক্রিকেট একাদশ ১০ রানের ব্যবধানে বিজয় অর্জন করেছেন। খেলায় সার্বিক পরিচালনায় ছিলেন, শহীদ শেখ ফজলুল হক মনি স্পোর্টিং ক্লাবের সভাপতি শরৎ চন্দ্র সিংহ, প্রধান পৃষ্ঠপোষক ও সাধারণ সম্পাদক প্রদীপ অধিকারী প্রবহ। উক্ত খেলায় উদ্বোধনী ও উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, নবনির্বাচিত পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্ল্যাহ বাহার, কপিলমুনির সহচরী বিদ্যামন্দির স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ কবির আহমেদ, উপজেলা আঃলীগ নেতা জিএম হেদায়েত আলী টুকু, কৃষকলীগের সভাপতি অধ্যাপক ময়নুল ইসলাম, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ত্রিদিব কান্তি মন্ডল, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, উপজেলা যুবলীগের সন্মেলন প্রস্তুত কমিটির সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খোকন, লতা ইউপির সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সাংবাদিক ও ইউনিয়ন কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম খান, জগদীশ চন্দ্র দে, কপিলমুনি বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও আসন্ন ১নং হরিঢালী ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী প্রদীপ দত্ত প্রমূখ