কলারোয়া প্রতিনিধি : রাত পোহালেই সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন। শনিবার (৩০ জানুয়ারি) পৌরসভার ৯টি কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় তা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এবার তৃতীয়বারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন তিন মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী। যদিও মেয়র পদে পাঁচ জনের নাম রয়েছে। তবে গত ১৮ জানুয়ারি নারিকেল গাছ প্রতীকের মেয়রপ্রার্থী ও দুই বারের সাবেক মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২৯ জানুয়ারি শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মোবাইলফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী। ফলে মেয়র পদে পাঁচ জনের নাম থাকলেও কার্যত লড়াইয়ে রইলেন তিন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মাস্টার মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপির শেখ শরীফুজ্জামান তুহিন (ধানের শীষ) ও সাবেক মেয়র আকতারুল ইসলামের সহধর্মিণী নার্গিস সুলতানা (জগ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত তিনটি আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বিধানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকছেন। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ২৮৪ ও মহিলা ভোটার ১০ হাজার ৯৯৬ জন।