পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌরসভা নির্বাচনে আাইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে পৌর এলাকায় মোটর সাইকেল চালানোর অভিযোগে ৫০টি মোটরসাইকেল জব্দ ও ২১ জন মোটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। উল্লেখ্য পৌর নির্বাচন উপলক্ষ্যে ২৮ জানুয়ারী দিবাগত রাত ১২ টা থেকে ৩১ জানুয়ারী সকাল ৬টা পর্যন্ত পৌর এলাকায় মোটর সাইকেল চালানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সরকারের এ নির্দেশনা উপেক্ষা করে শুক্রবার অনেককেই অবাধে পৌর অভ্যন্তরে মোটর সাইকেল চালাতে দেখা যায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ জন মোটর সাইকেল চালককে ৪২০০ টাকা জরিমানা ও ৫০ টি মোটর সাইকেল জব্দ করেন।