এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকের স্বাস্থ্য সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
এফসিডিও ও ইইউ এর অর্থায়নে প্রসপারিটি প্রকল্পের আওতায় প্রত্যান্ত অ লের গ্রামের অতিদরিদ্র মানুষের দৌরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার জন্য নিয়মিত স্যাটেলাইট ক্লিনিকের আয়োজন করা হচ্ছে। এমাসে দুটি স্যাটেলাইট ক্লিনিক এর আয়োজন করা হয়েছে। উক্ত স্যাটেলাইট ক্লিনিকে সেবা প্রদান করেন জি এম শফিকুল ইসলাম এটি ও (নিউট্রিশন)।এ মাসে স্যাটেলাইট ক্লিনিকে প্রবীণ পুরুষ ১০ জন,প্রবীন নারী ৯ জন,মহিলা ২২ জন,শিশু ১৪ জন,গর্ভবতী মা ৩ জন মোট ৫৮ জন রোগীদের প্রাথমিক ভাবে স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা সেবা প্রদান করা হয়।