কয়রা প্রতিনিধি : কয়রা আমাদী ইউনিয়নের নাকশা গ্রাম হতে চাঁদআলী ব্রীজ এর মধ্যে গত কয়েক দিন থেকে ইট বাহী ট্রলি দ্বারা র্দুঘটনার শিকার হয়ে হাত পা ভেঙ্গে মৃত্যুর পাথে পাঞ্জা লড়ছে এমন খবর পাওয়া গেছে আজও আমাদী বাজারে দুই পার্শ্বে দুটি ইট বাহী ট্রলি পুকুরের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। ঘটনা স্থালে যেয়ে জানা যায়, ট্রলির বেপরোয়া গতি থাকায় নিয়ত্রন হারিয়ে এমন র্দূঘটনা হচ্ছে, এলাকার অন্যান্য যাত্রীবাহী গাড়ী চালক সহ সাধারন পথচারীরা ঝুকিতে আছে বলে জানা যায়। তবে প্রতি দিন সকালে একাধিক ইটবাহী ট্রলি মসজিদকুড় ব্রীজের উপর লাইন দিয়ে থাকতে দেখাযায় সকাল ১০টার দিকে এক সঙ্গে প্রতিযোগীতা মূলক ভাবে চালাতে শুরু করে ফলে আমাদী হাটের পার্শ্বে নিয়ত্রন হারিয়ে পুকুরের মধ্যে পড়ে যায়। বেলা ১২টার দিকে আমাদী বাজার পার হয়ে আমাদী বাজার বটতলা সংলগ্ন কার্ত্তিক দাশের পুকুরে বাঁক ঘুরতে যেয়ে নিয়ত্রন হারিয়ে পাল্টি খেয়ে পড়ে যায়। তবে রাস্তা জণশুন্য থাকার কারণে বড় ধরনের কোন দূর্ঘটনার শিকার হয়নি। ট্রলি চালক মোঃ রানা সরদার তিনি বলেন লাড়ূলী ডালিমের ভাটা থেকে ইট নিয়ে বাইনবাড়ী (রাস্তার কাজের ইট) যাওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়।