জহুরুল হক মিলু, লোহাগড়া প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো.আসলাম হোসেনের মৃত্যুতে নড়াইলের লোহাগড়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২ টায় লোহাগড়া প্রেসক্লাব হল রুমে দৈনিক নওয়াপাড়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি ওবায়দুর রহমানের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক নওয়াপাড়া পত্রিকার লোহাগড়া প্রতিনিধি ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও বিপ্লব রহমানের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য দেন লোহাগড়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুছালাম খান, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, সাধানর সম্পাদক বদরূল আলম টিটো, রেজাউল করিম, রুপক মুখাজী, আলোকিত বাংলাদেশ লোহাগড়া প্রতিনিধি জহুরুল হক মিলু, মারুফ ছামদানি, কাজী আশরাফ, তানভীর রহমান রুবেল, সৈয়দ খাইরুল, গোলাম কিবরিয়া ,মোস্তফা কামাল, মোঃ বুল বুল মোল্যা, পিকুল, মিলন প্রমুখ।