শেখ ইমরান হোসেন, সিরাজদিখান প্রতিনিধি : মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘনায় ২ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার ১৯ জানুয়ারী সকাল ১০ টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদরাসা সংলগ্ন কিন্ডারগার্টেন এর সামনে এই দুর্ঘটনা ঘটে । এতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল এর আরোহী কুসুমপুর গ্রামের ফাহাদ (২৮) পিতা আবু মাঝি ও ব্রাহ্মণখোলা গ্রামের সিয়াম (২২) পিতা মোয়াজ্জেম। ফাহাদের অবস্থা আশংকাজনক। তাদের উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি আহতরা হাসপাতালে ভর্তি আছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।