কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কামরুল হাসান (৪০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুই আরোহী। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান নগরীর সিটি প্যাথ হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার নগরীর বিষ্ণপুর এলাকায়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল নামে এক আরোহী নিহত হয়েছেন। দুইটি মোটরসাইলের অতিরিক্ত গতি ছিল বলে স্থানীয়রা জানান। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।