এসএম বাচ্চু, তালা প্রতিনিধি : মুজিব বর্ষে কোভিড-১৯ এর সাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে খাদ্যের নিরপদতা শীর্ষক সেমিনার ২০২১ অনুষ্ঠিত হয়েছে।সোমবার তালা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল- হাসানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সাতক্ষীরা জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইচ চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, তালা থানার সাব-ইন্সেপেক্টর প্রীতেশ রায়। সেমিনারে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যানদ্বয়,সরকারী কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি,রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি গণ।