মো. সুজন মোল্লা, বানারীপাড়া প্রতিনিধি : আসন্ন পৌরসভা নির্বাচন-২০২১ সামনে রেখে বানারীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সাংবাদিক ইলিয়াস শেখ মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের কাছে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মতিউর রহমান, দিলীপ কুমার (শিবু দাস), শিক্ষক নিয়াজ উদ্দিন পলাশ, মোঃ বাবুল বেপারী, আব্দুস সালাম, মোঃ সোহরাব হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলাম, যুবদল নেতা জাকির হোসেন, শিক্ষক একে আজাদ, সাইদুল ইসলাম, সেলিম, সাইফুল্লাহ সাবিত মুন্না, সুজন, হাসান তালুকদার, মোঃ ইকন প্রমুখ। এ পৌরসভায় ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।