মেহেরপুর প্রতিনিধি : গাংনী পৌরসভা নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে চার প্রার্থী ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন বর্জন করেন তারা। সকাল ৮টা থেকে গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি ভোটকেন্দ্রের ৬১টি বুথে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে না দেয়া, ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা ও ইভিএমে জোরপূর্বক নৌকার প্রতীকে সিল মারার অভিযোগ তুলে ভোট বর্জন করেন চার প্রার্থী। ভোট বর্জন করা প্রার্থীরা হচ্ছেন- বিএনপি মনোনীত প্রার্থী আছাদুজ্জামান বাবলু, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবু হুরাইরা। বর্জনকারীরা জানান, ভোটকেন্দ্রে ও আশপাশ এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন থাকলেও সরকারদলীয় প্রার্থীদের সমর্থকরা ভোটকেন্দ্র দখল করে নেন। নৌকা প্রতীকের ভোটাররা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোট দিলেও অন্যান্য প্রার্থীর সমর্থকরা ভোটকেন্দ্রে যেতে পারেননি। বিভিন্ন স্থানে বাধা দেয়া হয়েছে। তারা আরও জানান, ভোটকেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ নিয়ে পোলিং অফিসার সরকারদলীয় প্রার্থীর নৌকা মার্কায় ভোট দেন। প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে বারবার অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। ইভিএমে যে কারচুপি করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত গাংনী পৌরসভা নির্বাচন বলেও মন্তব্য করেন প্রার্থীরা। তারা অভিযোগ করেন, ঊর্ধ্বতন কোনো শক্তির ইন্ধনে এ কারচুপি করা হয়েছে।