বিনোদন ডেস্ক : এই সময়ের তরুণ উপস্থাপিকাদের মধ্যে অন্যতম দু’জন শ্রাবণ্য তৌহিদা ও নীল হুরের জাহান। আর সেটি যদি হয় খেলাকেন্দ্রিক, তবে তো কথাই নেই। হোক সেটা খোলার মাঠ কিংবা স্টুডিও আলাপ, দুটোতেই সাবলীল তারা। খেলার সঙ্গে নিজেদের সফলভাবে জড়িয়ে রাখা দুই উপস্থাপিকা এবার আসছেন নাগরিক পর্দায়। সঞ্চালনা করবেন ৩টি বিশেষ অনুষ্ঠান। এগুলো হচ্ছে ‘ক্রিকম্যানিয়া’, ‘ক্রিক এক্সপ্রেস’ ও ‘ক্রিকবাজ’। বিষয়টি নিশ্চিত করলেন বেসরকারি চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু। জানান, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজটি এবার সরাসরি সম্প্রচার করছে চ্যানেলটি। তারই অংশ হিসেবে প্রতিটি খেলার শুরুতে, মাঝে ও শেষে এই ৩টি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে নাগরিক টিভি। ‘খুবই ভালো লাগছে বাংলাদেশের হোম সিরিজ উপস্থাপনা করবো ভেবে। আরও ভালো লাগছে নাগরিক টিভির দর্শকদের ভালোবাসা পাবো ভেবে’- বললেন শ্রাবণ্য। নীল জানালেন, ‘ক্রিকেট মানেই সারা দেশের ভালোবাসা। আশা করি, অসাধারণ অভিজ্ঞতা হবে।’ করোনাকালের বিরতি পেরিয়ে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে দিয়ে ঢাকা-চট্টগ্রামের মাটিতে সাজানো হয়েছে এই আয়োজন। নাগরিক টিভি ছাড়াও সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। ৩-৭ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। ১১-১৫ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।