এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০টি গাঁজা গাছসহ এক ব্যবসায়ীকে আটক করেেেছ। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সদর ইউনিয়নের হাড়িভাঙ্গা গ্রামে অভিযান চালান হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই মিলন হোসেন ও পিএসআই নুর মোহাম্মাদ হাড়িভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে আশুতোষ সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৬০) কে আটক করেন। পরে তার স্বীকারুক্তি মোতাবেক তার বসত বাড়ির দক্ষিন পার্শ্বে নিজ জমিতে লাগানো ৫০টি ছোট বড় গাঁজা গাছ উদ্ধার করেন। পরে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং ১০) রুজু করা হয়েছে। আসামীকে বিকালে বিচারার্থে আদালতে সোপর্দ করা হয়েছে।