নিজস্ব প্রতিনিধি :পাইকগাছায় প্রযুক্তির বাংলাদেশে গ্রামীন নারীদের ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য আপা: যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় এর আওতায় মঙ্গলবার বিকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইলে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্যসেবা কর্মকর্তা তম্বী দাশ এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান ও তথ্য সেবা সহকারী তাসলিমা সুলতানা। বৈঠকে গ্রামের সুবিধা বঞ্চিত নারীরা অংশগ্রহণ করেন।