ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক বনভোজন (২৫ ডিসেম্বর) শুক্রবার শহরের মোজাফ্ফার গার্ডেন এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বনভোজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মতিয়ার রহমান (মধু), সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও ও প্রকাশক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ আবুল কালাম, ভোরের পাতার জেলা প্রতিনিধি মোঃ মহিদার রহমান, এ্যাড. এবিএম সেলিম, দৈনিক যুগের বার্তার খন্দকার আনিছুর রহমান, সুপ্রভাত সাতক্ষীরার মাজহারুল ইসলাম, আলী মুক্তাদা হৃদয়, মেহেদী আলী সুজয়, শেখ কামরুল ইসলাম, মোঃ আশরাফুজ্জামান মুকুল সহ সংগঠনেক সকল সদস্য ও পরিবারবর্গ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক প্রতিদিনের কথার জেলা প্রতিনিধি মাসুদ আলী।