পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় প্রাক্তন স্ত্রীকে মারপিট ও উত্যাক্ত করার অভিযোগে প্রাক্তন স্বামীকে আটক করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে তোকিয়া গ্রামের জনৈক ব্যক্তির মেয়ে উপজেলা সদরে যাওয়ার পথে পথিমধ্যে গদাইপুর কাজী পাড়া কবর স্থান সংলগ্ন এলাকায় সড়কের উপর ফেলে একই এলাকার মোবারক সরদার নামে প্রাক্তন স্বামী ওই নারীকে প্রথমে উত্যাক্ত এবং পরে মারপিট করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এবং থানার ওসি এজাজ শফী ঘটনাস্থলে গিয়ে মোবারককে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মোবারক থানা পুলিশের হেফাজতে ছিল।