পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় স্থানীয় অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার জন্য গ্রামপুলিশদের কঠোর নির্দেশনা দিয়েছেন থানার ওসি এজাজ শফী। তিনি বুধবার সকালে থানা চত্বরে উপস্থিত এলাকার গ্রামপুলিশদের উদ্দেশ্যে ব্রিফিং কালে বলেন, গ্রামপুলিশরা সব সময় স্থানীয় পর্যায়ের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এলাকার কোথায় বাল্যবিবাহ হচ্ছে, কারা মাদক সেবন এবং ব্যবসা করে, কোথায় জুয়ার আসর বসে, কারা চুরি পেশার সাথে জড়িত, কারা সুদের কারবার করে এ সবই গ্রাম পুলিশদের জানার কথা। এ জন্য নিজ নিজ এলাকার অপরাধ দমনে পুলিশের আগে গ্রাম পুলিশকেই কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি অপরাধ প্রতিরোধে এলাকার সব ধরণের অপরাধীদের তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য গ্রাম পুলিশদেরকে কঠোর নির্দেশনা দেন।