পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শিশু খাদ্য পেল পাইকগাছা পৌরসভার ১৬৫জন শিশু। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুখাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা ও ট্যাগ অফিসার বিপ্লব কান্তি বৈদ্য, পৌর সচিব লিয়াকত হোসেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও পৌরসভার উত্তম ঘোষ। করোনাকালীন সময়ে কোন শিশুকে যাতে অপুষ্টিজনিত সমস্যায় ভুগতে না হয় এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পৌরসভার পক্ষ থেকে ১৬৫জন শিশুকে শিশু খাদ্য হিসেবে ফুল ক্রিম দুধ, সুজি, চিনি, বিস্কুট ও খেজুর সহ পুষ্টি সমৃদ্ধ খাদ্য সামগ্রী প্রদান করা হয়।