আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা প্রতিবন্ধী স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সিনিয়র সুপারভাইজার শাহিনুর ইসলাম, এপিটি ফয়সাল মীর, এমআইএস এণ্ড ডকুমেন্টেশন অফিসার আরিফুল ইসলাম, সিএম বরুণ কুমার সরকার, ডিপিও আশাশুনির সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিগত ৬ মাসের প্রকল্পের অগ্রগতি আলোচনা ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য ও পূনর্বাসন সেবা আরও সম্প্রসারণ করে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে প্রশিক্ষনের মাধ্যমে সাবলম্বী করে তুলে সমাজের মুল স্রোতে ফিরিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।