পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা মৎস্য দপ্তরের উপজেলা গ্রান্ড কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কমিটির সভাপতি ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস ও সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ। সভায় প্রনোদনা কর্মসূচির আওতায় উপজেলার চিংড়ি ঘেরের তালিকা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।