জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি : কলারোয়া পৌর সভার উদ্যোগ ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (২৩নভেম্বর) বেলা ১২ টার দিকে পৌর সদরের গুরুত্বপূর্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলারোয়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, কাউন্সিলর ফারহানা হোসেন, পৌর প্রকৌশলী ওজিহুর রহমান, উপ-সহকারি প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, কাউন্সিলর মেজবাউদ্দীন নিলু, জাহাঙ্গীর হোসেন, পৌর কর্মকর্তা ইমরুল হোসেন, নাজমুল হোসেন, ইমরান হোসেনসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলর বৃন্দ।