পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ বহিরাগত দুই চোরকে আটক করেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। ওসি এজাজ শফি জানান রোববার পৌনে ১২টার দিকে দুই জন অপরিচিত লোক কপিলমুনি গালর্স স্কুলের সামনে ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে ফাড়ি পুলিশের এএসআই এনামুলহক তাদেরকে আটক করে। আটককৃতরা হলো সাতক্ষীরার পাটকেল ঘাটা থানার পুটিখালী গ্রামের আব্দুল গফুর শেখের ছেলে মঈনুল হোসেন ওরফে রাসেল শেখ(৪৫) ও সরলিয়া গ্রামের মৃত অনুদা দাশের ছেলে নিরাপদ দাশ(৬৫)। আটককৃত বহিরাগতরা পেশাগত চোর বলে জানান ওসি তদন্ত আশরাফুল আলম।