পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩০২ জন ভোটারের মধ্যে ২৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৯টি পদের মধ্যে ৭টি পদে ১০জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সহ-সভাপতি পদে প্রতিদ্ব›দ্বী ২ প্রার্থীর মধ্যে কলস প্রতীকে ১৭৪ ভোট পেয়ে রণজিৎ মন্ডল নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ২ প্রার্থীর মধ্যে প্রজাপতি প্রতীকে ১৪৭ ভোট পেয়ে বিদ্যুৎ কুমার ঘোষ পুনরায় সম্পাদক নির্বাচিত হন। ৫ পরিচালক পদে ৬ প্রার্থীর মধ্যে ডাব প্রতীকে ২১৫ ভোট পেয়ে শ্যামল কান্তি বৈরাগী, মোরগ প্রতীকে ২০৬ ভোট পেয়ে প্রসাদ কুমার মিস্ত্রী, ফুটবল প্রতীকে ১৯৬ ভোট পেয়ে নৃপেন্দ্রনাথ মন্ডল, দেওয়াল ঘড়ি প্রতীকে ১৮০ ভোট পেয়ে আমিনুল ইসলাম গাজী ও পাখা প্রতীকে ১৭৮ ভোট পেয়ে মুকুল মন্ডল নির্বাচিত হন। এর আগে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় সাবেক সভাপতি অধিবাস সানা সভাপতি ও সুধীর মন্ডল কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, মারুফ উজ জামান, আব্দুল হান্নান ফকির, দীপন জোয়াদ্দার ও আকতার হোসেন। নির্বাচন পর্যবেক্ষন করেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহীন ইকবাল।