সাতক্ষীরা: সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই মাদক সেবীকে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দুপুরে শহরের পলাশপোল ও কাশেমপুর এলাকায় জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পলাশপোল (সবুজবাগ) এলাকার ফয়সাল হোসেনকে ২০ দিনের এবং কাশেমপুর এলাকার মকবুল সানাকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তিনি আরও জানান, জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।