পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মৎস্য দপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক, সহকারী মৎস্য অফিসার এসএম শহিদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। অনুষ্ঠানে গড়ইখালী, রাড়–লী, লস্কর ও কপিলমুনি ইউনিয়নের মৎস্য চাষীদের মাঝে চুন, সার, খৈইল, গমের ভ‚ষি, নেট ও পোনা সহ মৎস্য চাষ প্রদর্শনীর বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।