পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে উপজেলার ১০টি ইউনিয়নে বিনামূল্যে, গবাদি প্রাণির, টিকা, কৃমিনাশক, এবং সকল প্রকার চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। যার অংশ হিসেবে বুধবার সকালে উপজেলার রাড়–লী ইউনিয়নের বোরহানপুর ফুটবল মাঠে এলাকার গবাদি প্রাণীর টীকা কৃমি নাশক ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ভেটেরিনারি সার্জন ডাঃ পার্থ প্রতিম রায়, উপ-সহকারী প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, এস এম কামরুল আবেদীন, এফএ শুভংকর গোলদার, ইউপি সদস্য আবদুল মজিদ, নাসিমা বেগম, সিইএএল মোঃ ফসিয়ার রহমান, সুজিত কুমার দাস, অমরেশ ঘোষ ও শিমুল।