পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা পৌর সদরের এক ব্যবসায়ীক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে অভিজাত রেস্টুরেন্টের পাশে মুন্না অফসেট প্রেসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও এর মধ্যে প্রতিষ্ঠানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষাধীক টাকার ক্ষতি হয় বলে ব্যবসায়ী বায়েজিদ জানান। মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এমদাদুল হক শেখসহ জনপ্রতিনিধি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের মৃত শওকাত গাজীর ছেলে বায়েজিদ হোসেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে পৌর সদরের অভিজাত রেস্টুরেন্টের পাশে জনৈক ব্যক্তির একটি ঘর ভাড়া নিয়ে প্রেসের ব্যবসা পরিচালনা করে আসছে। তার প্রতিষ্ঠানের নাম মুন্না অফসেট প্রেস। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে কাজ শেষে দোকান বন্ধ করে বায়েজিদ ও তার কর্মচারীরা বাড়ীতে যায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে তার দোকানে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা দেখে অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসে। এসময় উপস্থিত লোকজন দোকানের তালা ভেঙ্গে আগুন নেভানোর চেষ্ঠা করে। প্রায় ১ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ড প্রসংগে বায়েজিদ জানান প্রতিদিনের ন্যয় রাত সাড়ে ৯ টার দিকে দোকান বন্ধ করে আমি বাড়ীতে যাই। এরপর আমি যখন শ্বশুরবাড়ীতে অবস্থান করি তখন মুঠোফোনে জানতে পারি আমার দোকানে আগুন লেগেছে। আমি এসে দেখি লোকজন আগুন নিয়ন্ত্রন করেছে তবে এর মধ্যে আমার দোকানের মেশিন, কম্পিউটার, প্রিন্টার, স্পোজার এবং কাগজসহ গুরুত্বপূর্ণ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধীক টাকার অপুরনীয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী বায়েজিদ জানান। অগ্নিকান্ডের ফলে এখন তাকে পথে বসার উপক্রম হয়েছে বলে সে জানান।