পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় উত্তরণের মাসিক/ঋতু¯্রাব স্বাস্থ্যব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা প্রকল্পের লোকাল অথোরিটির সাথে এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় ও উত্তরণের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তরণের পরামর্শক হাশেম আলী ফকির, কমরেড শেখ আব্দুল হান্নান, কাজী তোকারাম হোসেন টুকু, রেজাউল করিম, শেখ সাদেকুজ্জামান, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, জিএ রশিদ, সাংবাদিক আব্দুল আজিজ, জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দিন সোহাগ, কৃষ্ণ রায়, নাজমা কামাল, পারুল রাণী মন্ডল, বিবেকানন্দ ধর, মীর জিল্লুর রহমান, অনিকা রাণী দাশ, উত্তরণের দীলিপ কুমার সানা ও সঞ্জয় আচার্য।