দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো- দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের চরবালিথা গ্রামের গণি মোল্যার ছেলে হাফিজুর মোল্যা ও দেবহাটা সদর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত জুড়োল সাদারের ছেলে ফজলু সরদার। আটককৃতদের মধ্যে হাফিজুর মোল্যা জিআর ২৩১/১০ (সাতঃ) এবং অপর ফজলু সরদার জিআর ৯৩/১৯ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী ও সঙ্গীয় পুলিশ সদস্যরা সোমবার গভীর রাতে আসামীদের স্ব স্ব মৎস্য ঘেরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। মঙ্গলবার সকালে আটককৃতদের বিচারার্থে আদালতে প্রেরণ করে পুলিশ।