শেখ হাসান গফুর (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালা উপজেলার নওয়াপাড়া থেকে দেওয়ানীপাড়া হয়ে তেঁতুলিয়া সড়কটি মেরামতে ঠিকাদারের খামখেয়ালী করার কারণে পথচারী ও এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই। ঠিকাদার নিজস্ব মত মতো সড়কের পরে ইট বিছিয়ে সেখানেই ভাঙছে খোয়া এবং সড়কের পরে ইট স্তুপ করে রেখেছে। পথচারী এবং মটর সাইকেল ভ্যান আরোহীদের পথ চলতে নিদারুন কষ্ট ভোগ করতে হচ্ছে। এছাড়া সড়কের ভাঙা স্থানে ইটের খোয়া দেওয়ার কথা থাকলেও দিচ্ছে পুরাতন পিচের বাদ দেওয়া ডাস্ট। এলাকাবাসী ঠিকাদার কর্তৃপক্ষের নিকট অভিযোগ করলেও কোন লাভ হয়নি। এলাকার সচেতন মহল বিষয়টি দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।