মো: আজিজুল ইসলাম(ইমরান) : সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর স ম নজিবুল্লা আইলুর যানাজার নামাজ সম্পন্ন হয়েছে। রবিবার দুপুর ২টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের পরিবারবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে যানাজা নামাজ সম্পন্ন হয়। মরহুমের পরিবারবর্গের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন তার আপান মেঝ ভাই খলিলুল্লাহ ঝড়– ও সাাবেক কশিনার মমিনুল্লাহ মোহন। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান রেখে গেছেন। জানাযার নামাজ শেষে তাকে সদরের ভাড়–খালিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই সময় আরও উপস্থিত ছিলেন জেলা সুপার আবু জাহেদ খান, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসিন হোসেন বাবলু, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস ছবুর, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহামান মিলটন, মীর আবীর আলী, । আগত মুসল্লিদের উদ্দশ্যে মরহুমের মেঝ ভাই বলেন,আমার ভাই সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। তার কর্ম জীবনে যদি কেউ তার কথা বা আচরণে কষ্ট পেয়ে থাকেন দয়া করে তাকে মাফ করে দিবেন।