এসএম বাচ্চু,তালা: তালায় ইট বহনকারী দানব নামক ট্রলির ধাক্কায় গণেশ ঘোষ (৪৮) নমের কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত কৃষ্ণ পদ ঘোষের পুত্র। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়া এলাকায় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার কৃষক গণেশ ঘোষ নিজের গরু নিয়ে বাড়ি থেকে মাঠে চড়ানোর জন্য যাচ্ছিল । এ সময় পথমধ্যে বালিয়া ব্রিজ নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা দানব নামক ইটবাহী একটি ট্রলি ধাক্কা দিলে গনেষ গুরতর আহত হন । তৎক্ষণাত স্থানীয় এলাকাবাসী গনেষ কে দ্রæত তালা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে ।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি শুনেছি কেউ অভিযোগ করলে ব্যাবস্থা নেওয়া হবে ।