দেবহাটা প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে দেবহাটা উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন ও দেশত্ববোধক গানের প্রতিযোগীতায় অংশগ্রহনসহ বেশ কৃতিত্ব লাভ করেছে সখিপুর প্রি-ক্যাডেট স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে বৃহষ্পতিবার সখিপুর প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। প্রতিযোগীতায় স্কুলটির ক্ষুদে শিক্ষার্থী লরিন রাহান লাবণ্য দ্বিতীয় স্থান অধিকার করেন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, সখিপুর প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক লাভলু সহ সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রভাতফেরি র্যালী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসুচীর মধ্য দিয়ে স্কুলটির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করা হয়।